ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘অ্যাটেনশন সিকার’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির সবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। গ্রিক সংবাদপত্র ক্যাথিমেরিনি-এর প্রকাশিত তার স্মৃতিকথা ‘ফ্রিডম’-এর গ্রিক অনুবাদ প্রচারের জন্য অ্যাথেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কেল এমন মন্তব্য করেন।
অ্যাঞ্জেলা মার্কেল বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সব সময় নিজের দিকে মনোযোগ আকর্ষণ করতে চান। তিনি এটাই চান: তিনি বিভ্রান্ত করতে এবং সবাইকে তার দিকে মনোযোগ দিতে। ’
তিনি বলেন, ‘শুল্ক নিয়ে তিনি যা করছেন তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত, তাকে মার্কিন জনগণের জন্য ভালো ফলাফল দিতে হবে। তাকে তার ক্ষমতা প্রমাণ করতে হবে, অন্তত তার নিজের দেশের জন্য। ’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের একতাবদ্ধ থাকতে হবে এবং ট্রাম্প যখন ব্লকের ওপর আরও শুল্ক আরোপ করেন তখন ভয় পাওয়া উচিত নয়, তবে আমাদের নিজস্ব শুল্ক দিয়ে প্রতিশোধ নেওয়া উচিত। ’
মার্কেল বলেন, ‘আমি বলছি না যে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, কিন্তু আমাদের অবশ্যই আলোচনা করতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রও একা টিকে থাকতে পারবে না। ’
সাবেক এই চ্যান্সেলর বলেন, ‘আমি একটি সমস্যাযুক্ত অগ্রগতি দেখতে পাচ্ছি। যখন ভাইস প্রেসিডেন্ট (জেডি) ভ্যান্স বলেন, আমরা অংশীদার, এবং আমরা কেবল তখনই আপনাকে সমর্থন করব যদি আপনি আমাদের স্বাধীনতার ধারণার সঙ্গে একমত হন, যার অর্থ কোনো নিয়ম বা কোনো নিয়ন্ত্রণ নেই। ’
মার্কেল এবং ট্রাম্পের মধ্যে একটি দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তিনি তার স্মৃতিকথায় বলেছেন, ট্রাম্পের জন্য সমস্ত দেশ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় ছিল, একটির সাফল্য আর অন্যটির ব্যর্থতা।
তিনি আরও বলেন, তিনি বিsশ্বাস করতেন না যে সহযোগিতার মাধ্যমে সকলের সমৃদ্ধি বৃদ্ধি করা যেতে পারে।
খবর : এনডিটিভি

Discussion about this post