ডেস্ক রিপোর্ট: কানাডার মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। এতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৪ মে) কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, আগুন মোকাবেলা করা চ্যালেঞ্জিং হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বনাঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দাবানলের ঘটনা ঘটেছে, তবে মৃত্যুর ঘটনা বিরল।
গত ২০২৩ সালে দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম ছিল। সে সময় দাবানলে কেবলমাত্র অগ্নিনির্বাপকদের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল।
কানাডিয়ান ফেডারেল পুলিশ বুধবার বলেছে, ম্যানিটোবার মধ্য প্রদেশের ল্যাক-ডু-বোনেটের সম্প্রদায়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ এলাকায় অস্বাভাবিক গরম, শুষ্ক এবং বাতাস বইছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ক্রিস হ্যাস্টি সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ জানত যে, এই ব্যক্তিরা আগুনে আটকা পড়েছিলেন। চরম পরিস্থিতির কারণে জরুরিকর্মীরা আজ সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানিটোবাতে ২৪টি সক্রিয় আগুন রয়েছে, যার মধ্যে পাঁচটি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হচ্ছে।

Discussion about this post