ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পালটা হামলা শুরু করেছে রাশিয়া। ওডেসা ও সুমি শহরে রুশ ডোনের হামলায় ইতোমধ্যেই কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
এছাড়া হামলায় খারকিভেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এর আগে, টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।
দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তারা অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
এমন একটি সময় হামলা ও পাল্টা-হামলার এসব ঘটনা ঘটছে, যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া।
দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রাথমিকভাবে সম্মতও হয়েছেন।
মস্কোর ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে ইউক্রেনে দিন দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

Discussion about this post