ডেস্ক রিপোর্ট: হুথি বিদ্রােহীদের ঠেকাতে নিয়োাজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লােহিত সাগরে ডুবে গেছে। যার আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার লােহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানটি পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি ট্র্যাক্টরের সাহায্যে টানা হচ্ছিল, যেটি নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, এফ/এ-১৮ই মডেলের যুদ্ধবিমানটি হ্যাঙ্গার বে-তে টো করা হচ্ছিল, যখন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ও টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায়।
নৌবাহিনী জানায়, টো দলের সদস্যরা অবিলম্বে বিমানের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যান, যার ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল নাবিকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং একজন সামান্য আহত হয়েছেন।
তবে এই ঘটনার পরও ইউএসএস ট্রুম্যান এবং এতে থাকা অন্যান্য যুদ্ধবিমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, তবে বিমানের উদ্ধার নিয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।
এটি হল ছয় মাসের মধ্যে ইউএসএস ট্রুম্যানের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয় এফ/এ-১৮ যুদ্ধবিমান হারানোর ঘটনা।
এর আগে গত বছর, ভুলক্রমে ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল ক্রুজার থেকে গুলি ছোঁড়ার ফলে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ধ্বংস হয়, যদিও সেই ঘটনায় দুই পাইলটই প্রাণে বেঁচে যান।
উল্লেখ্য, ইউএসএস ট্রুম্যান মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি। মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাদের কারণে ওই অঞ্চলের জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে।

Discussion about this post