ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের উপকূলে জব্দ করা ইসরায়েলি-সংযুক্ত একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের বরাতে হেমের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক শনিবার (২৬ এপ্রিল) জানিয়েছে, গাজা উপত্যকায় নেতানিয়াহু সরকার গণহত্যা শুরু করার পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ‘গ্যালাক্সি লিডার’ নামের জাহাজটি জব্দ করেছিল। এটির ওপর তিনটি বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান।
বাহামার পতাকাবাহী জাপান-পরিচালিত জাহাজটির বেশিরভাগ মালিকানা ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গারের বলে জানা গেছে।
এদিকে, ইয়েমেনে শনিবারের মার্কিন হামলায় ৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইয়েমেনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে দুই জন শিশুও রয়েছে।
ইয়েমেনি হুথি বাহিনী ইসরায়েলের তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের দক্ষিণের আশকেল শহরে দুটি কৌশলগত স্থাপনার বিরুদ্ধে একযোগে প্রতিশোধমূলক হামলা চালানোর পর মার্কিন হামলাগুলো শুরু হয়। হামলায় দেশীয়ভাবে উন্নত যুদ্ধ ড্রোন ব্যবহার করে হুথিরা।

Discussion about this post