ডেস্ক রিপোর্ট: ২০০৭ সাল থেকেই আমেরিকায় হ্রাস পাচ্ছে জন্মহার। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে এবার সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
বিয়ে করলে বা সন্তান নিলেই অর্থ বা অতিরিক্ত কোনো সুযোগসুবিধা মিলতে পারে আমেরিকায়! যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধি করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমনই পরিকল্পনা।
মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে।
একটি প্রস্তাব হলো আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা।
বাচ্চার জন্ম দেওয়ার পর মায়েদের পাঁচ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকারও বেশি) অর্থসাহায্য দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
আরও একটি পরিকল্পনার কথাও হোয়াইট হাউসের একটি সূত্র মারফত জানা গেছে। তা হলো- মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তারা সন্তানসম্ভবা হতে পারেন, তা নিয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে।
শেষমেশ কোনো পরিকল্পনাটি সবুজ সঙ্কেত পাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, নাগরিকদের সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে জন্মহার বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে চীন-জাপানসহ বহু দেশ।এবার একই পথে হাঁটতে চলেছে ট্রাম্পের আমেরিকাও।

Discussion about this post