ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী মানবাধিকারকর্মীদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনের (আইএফআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জগান চাপাগেইন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছানোর সমস্যাগুলোও উল্লেখ করেন।
শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে জগান চাপাগেইন আনাদোলুকে বলেন, ‘গাজায় মানবিক সহায়তা পৌঁছানো খুবই কঠিন ছিল এবং গত এক মাসেরও বেশি সময় ধরে দেশে কোনও সাহায্য প্রবেশ করছে না। ’
প্রসঙ্গত, গত ২ মার্চ ইসরাইল গাজায় সমস্ত মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।
চাপাগেইন বলেন, ‘আমি অনুরোধ করেছি … বিশ্বের সর্বত্র মানবাধিকারকর্মীদের হত্যা বন্ধ করা উচিত। মৌলিক নীতি এবং আন্তর্জাতিক জরুরি আইনকে সম্মান করা উচিত। ’
তিনি বলেন, ‘বিশ্বে এখন একাধিক সংকট ঘটছে, একাধিক বিপর্যয় ঘটছে, একাধিক সংঘাত ঘটছে। ’
তিনি আরও বলেন, ‘ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি হল সংকটের রাজনৈতিক সমাধানের অভাব, যার অর্থ এগুলো শুরু হয়, কিন্তু কখনও শেষ হয় না এবং নতুন সংকট আসতে থাকে। ’
আইএফআরসি’র এই প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘কেবলমাত্র কূটনীতি, সম্পৃক্ততার মাধ্যমেই আমরা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারি। ’

Discussion about this post