ডেস্ক রিপোর্ট: বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর এশিয়ার মধ্যে শীর্ষে। দেশটিতে ১৮ বছরের আগে বিয়ে হয়েছে ৫১ শতাংশ মেয়ের।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সি নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে। ২৪ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দেয়।
এছাড়া ১৫-১৯ বছর বয়সি কিশোরী-তরুণী মেয়েদের ২৮ শতাংশ আগের ১২ মাসের মধ্যে তাদের সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছে। মাত্র ৪৭ শতাংশ জেনেবুঝে প্রজনন স্বাস্থ্য-সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের যে সাতটি দেশে কিশোরী মেয়ে ও তরুণ নারীদের ডিজিটাল দক্ষতার হার ২ শতাংশ বা তারও কম তার মধ্যে রয়েছে বাংলাদেশ।

Discussion about this post