ডেস্ক রিপোর্ট: আগামী শনিবার ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাস নেতা খলিল আল-হায়া জানিয়েছেন, বেশ কয়েকশ ফিলিস্তিনি জিম্মির বিনিময়ে এই ছয় ইসরাইলিকে ছাড়া হবে। খবর দ্য গার্ডিয়ান।
তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৩৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। এর মধ্যে ১৯ জনকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে। আটজন মারা গেছেন, বাকী ছয়জনকে আগামী শনিবার মুক্তি দেওয়া হচ্ছে।
সবশেষ গত শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদের ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়।
গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তিন ধাপে হবে এ যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ চলবে ৪২ দিন। প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। তবে আলোচনা কয়েক দিনের মধ্যে শুরু হবে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে গত ১৯ জানুয়ারি পর্যন্ত উপত্যকাটিতে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।

Discussion about this post