Print Date & Time : 9 August 2025 Saturday 5:24 pm

কুয়ালালামপুরে সড়কের ফাটলে নারী নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে তৈরি হওয়া প্রায় আট মিটার গভীর একটি ফাটলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিখোঁজ ৪৮ বছর বয়সি ওই নারী ভারতীয় নাগরিক। শুক্রবার তিনি কুয়ালালামপুরের জলান ইন্ডিয়া মসজিদ রোডে একটি রাস্তার ধারে বসে ছিলেন।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, মাটির নিচে হঠাৎ করে জমি ধসে পড়ায় তিনি ফাটলে তলিয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা সিঁড়ি, হাতুড়ি ও মাটি খননের যন্ত্র দিয়ে ফাটলে প্রবেশের চেষ্টা করছেন।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে একটি বিপদসংকেত পেয়ে ১৫ জন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠায়।