ডেস্ক রিপোর্ট: দশম শ্রেণির পরীক্ষা শেষের উদযাপনে একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিলেন ছাত্রীরা। এর শাস্তি হিসেবে ছাত্রীদের শার্ট খুলে কেবল ব্লেজার পরে বাড়ি যেতে অধ্যক্ষ বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের দিগওয়াড়ি এলাকার অভিজাত এক বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
অভিভাবকরা ডিসির কাছে অভিযোগ করে জানিয়েছেন, দশম শ্রেণির পরীক্ষা সম্পন্ন হওয়ায় ‘পেন ডে’ উদযাপন করছিলেন তাদের সন্তানরা। তারা একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিলেন।এই উদযাপন দেখে চটে যান স্কুল অধ্যক্ষ। তখন শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করলেও স্কুল প্রধান তাদের শার্ট খুলে ফেলতে বলেন।
সব শিক্ষার্থীকে শার্ট ছাড়া কেবল ব্লেজার পরা অবস্থায় বাড়ি পাঠানো হয় বলে ডিসিকে বলেছেন অভিভাবকরা।
ডিসি মাধবী মিশ্র শনিবার বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকজন অভিভাবক অভিযোগ জমা দিয়েছেন। আমরা ভুক্তভোগী কয়েক মেয়ের সঙ্গে কথা বলেছি। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে উপ-বিভাগীয় একজন ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপ-বিভাগীয় পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রাখা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি।
প্রিন্ট করুন
Discussion about this post