Print Date & Time : 1 May 2025 Thursday 6:50 am

৭৬ হাজার বাসিন্দাকে সরালো রাশিয়া,সীমান্তে ইউক্রেনের হামলা

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের হামলার মুখে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিলো রাশিয়া। জরুরি মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১০ আগস্ট) এই তথ্য জানিয়েছে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা তাস।খবর রয়টার্স।

চলতি সপ্তাহে কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ইউক্রেন। এরপর দেশটির একাধিক স্থানে হামলা চালায় তারা।

এর আগে, রাশিয়ার যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমানঘাঁটিগুলোতে বৃহস্পতিবার হামলা করেছিল ইউক্রেন। এই বিমান ব্যবহার করে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে এবং সামনের সারিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে রাশিয়া।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে দেশটি। এর পর থেকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডে করা ইউক্রেনের বড় হামলাগুলোর অন্যতম কুরস্ক অঞ্চলের হামলা।