ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ৬০ লাখ ইউরোতে একটি ডাইনোসরের কঙ্কাল বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ কোটি টাকা।
শনিবার নিলামে ২২ মিটার লম্বা (৭০ ফুট) কঙ্কালটি বিক্রি হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে ক্রেতার নাম জানা যায়নি। তিনি কঙ্কালটি জাদুঘরে প্রদর্শনের জন্য অনুমতি দিয়েছেন।
প্রায় দেড়শ মিলিয়ন বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কালটি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করা হয়। কঙ্কালটিতে ৭৫ থেকে ৮০ ভাগ ডাইনোসরের মূল হাড় রয়েছে।
বিশ্বে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল এটি- এমন তথ্যই পাওয়া গেছে নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
জীবিত অবস্থায় প্রাগৈতিহাসিক যুগের প্রাণীটির ওজন ছিল ২০ টন।

Discussion about this post