Print Date & Time : 20 April 2025 Sunday 10:20 pm

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

ডেস্ক রিপোর্ট: পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

ইউএসজিএস’র একটি মানচিত্রে দেখা যায়, কম্পনটি ভেনিমো শহরের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পূর্বে সমুদ্রের একটি এলাকায় কেন্দ্রীভূত ছিল। ভেনিমো সপ্তাহান্তে পোপ ফ্রান্সিসকে অভ্যর্থনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রাদেশিক রাজধানী ওয়েওয়াকের একজন ফটোগ্রাফার ভূমিকম্পের পরপরই এএফপিকে বলেছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না।

সিসমিক ‘রিং অফ ফায়ার’ এর উপরে অবস্থানের কারণে প্রায়ই পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হানে, এর তীব্র টেকটোনিক কার্যকলাপের প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

পোপ ফ্রান্সিস তার ১২ দিনের সফরের প্রথম ধাপে এই সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়া পৌঁছেছেন।

শুক্রবার তিন রাতের সফরের জন্য তিনি খৃস্টান সংখ্যাগরিষ্ঠ পাপুয়া নিউগিনিতে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার সীমান্তের কাছে পাপুয়া নিউ গিনির একটি প্রত্যন্ত উপকূলীয় শহর ভেনিমোতে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেবেন।