Print Date & Time : 31 August 2025 Sunday 1:48 am

৫ মে বন্ধ হয়ে যাবে স্কাইপ: মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট: আগামী ৫ মে থেকে স্কাইপ প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে। মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফ্ট তাদের প্রযুক্তিগত সহায়তা ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি এর আগে বলেছিল, মে মাসে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো ‘মাইক্রোসফ্ট টিমস’ পরিষেবাতে স্থানান্তরিত করা হবে।

মাইক্রোসফ্ট জানিয়েছে, এই পরিবর্তনটি বিনামূল্যে এবং অর্থপ্রদানকারী উভয় স্কাইপ ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলবে। তবে ‘স্কাইপ ফর বিজনেসে’ প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, স্কাইপ পরিষেবাটি ২০০৩ সালে চালু হয়েছিল। মাইক্রোসফ্ট ২০১১ সালে এটি অধিগ্রহণ করে।