Print Date & Time : 21 April 2025 Monday 1:33 pm

২৩০ বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় ১১৫ জন করে মোট ২৩০ জন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার (২৪ আগস্ট) এ বন্দি বিনিময় হয় বলে জানিয়েছে আরব আমিরাত।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ বন্দি বিনিময়ের ফলে দেশটির মধ্যস্থতায় বিনিময় হওয়া মোট বন্দির সংখ্যা ১ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রায় এক মাস পর এই ধরনের বন্দি বিনিময় করল দেশ দুটি।
২০২৪ সালে এটি তাদের সপ্তম বন্দি বিনিময় কার্যক্রম।
২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দুই বন্দি বিনিময়ে মধ্যস্থতা করে সংযুক্ত আরব আমিরাত।

বিবৃতিতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর লক্ষ্যে সমস্ত উদ্যোগকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।