Print Date & Time : 23 July 2025 Wednesday 6:12 pm

২২ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার একটি হেলিকপ্টার ১৯ যাত্রী ও ৩ ক্রু সদস্য নিয়ে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এমআই-৮টি হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।

১৯৬০ এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে গত ১২ আগস্ট ১৬ আরোহি নিয়ে কামচাটকায় এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে ও আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।