Print Date & Time : 30 April 2025 Wednesday 2:24 pm

২০২৫ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাসের

ডেস্ক রিপোর্ট: দুয়ারে কড়া নাড়ছে ২০২৫ সাল। শুরু হতে যাওয়া নতুন এই বছর নিয়ে একই ধরনের ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা এবং নস্ট্রাডামাস। এই দুই ব্যক্তি পৃথিবী নিয়ে অনেক ভবিষ্যদ্বাণী করে গেছেন। এর মধ্যে রয়েছে- এলিয়েনের সঙ্গে মানুষের যোগাযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টা, ইউরোপে সন্ত্রাসী হামলা এবং রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড। খবর এনডিটিভি

২০২৫ সাল নিয়েও বেশকিছু ভবিষ্যতবাণী করে গেছেন এই দুই রহস্যময় ব্যক্তি। যেখানে বলা হয়ে- নতুন বছর ইউরোপে ভয়াবহ সংঘাত শুরু হতে পারে এবং ব্রিটেনেও খারাপ কিছু হতে পারে।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইউরোপে একটি ধ্বংসযজ্ঞ যুদ্ধ শুরু হবে, যার ফলে এসব দেশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্তের মুখে পড়বে। তিনি আরও বলেছেন, এ যুদ্ধে শুধু রাশিয়া টিকে থাকবে না, পুরো বিশ্বে সে তার কর্তৃত্ব ধরে রাখবে। এছাড়াও তিনি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন।

একই ধরনের ভবিষ্যদ্বাণী করে গেছেন ফ্রান্সের জ্যোতিষী ও পদার্থবিদ মাইকেল ডি নস্ট্রাডামাস।

উল্লেখ্য, বুলগেরিয়ান রহস্যময়ী অন্ধ নারী বাবা ভাঙ্গা নামে সুপরিচিত। ১৯৯৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। পৃথিবীতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি। এর অনেকগুলো সত্যে পরিণত হয়েছে। যেমন- ৯/১১ হামালা, প্রিন্স ডায়নার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ এবং ব্রেক্সিট ইস্যু।

এদিকে বাবা ভাঙ্গার মতো আরেক রহস্যময় ব্যক্তি হলেন ফ্রান্সের জ্যোতিষী মাইকেল ডি নস্ট্রাডামাস। এই নামেই তিনি বেশি পরিচিত। একই ব্যক্তি নানা বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন যেগুলোর অনেকগুলোই সত্যে পরিণত হয়েছে।