Print Date & Time : 11 September 2025 Thursday 4:42 am

২০২৩ সালে বাইডেনের স্ত্রীকে সবচেয়ে দামি গিফট দিয়েছেন মোদি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন নেতার কাছ থেকে কয়েক হাজার ডলারের উপহার পেয়েছেন। এর মধ্যে ফার্স্ট লেডি জিল বাইডেনকে দেওয়া ভারতের প্রধানমন্ত্রীর উপহারটি ছিল সবচেয়ে বেশি দামি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত বার্ষিক হিসাব অনুসারে, নরেন্দ্র মোদির কাছ থেকে পাওয়া ৭.৫ ক্যারেটের হীরার উপহারটি ২০ হাজার ডলার মূল্যের।

এছাড়া জিল বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় রাষ্ট্রদূতের কাছ থেকে ১৪ হাজার ৬৩ ডলার মূল্যের একটি ব্রোচ পেয়েছেন। মিশরের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাছ থেকে পেয়েছেন ৪ হাজার ৫১০ ডলার মূল্যের ব্রেসলেট, ব্রোচ এবং ফটোগ্রাফ অ্যালবাম।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার সদ্য অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের কাছ থেকে পাওয়া ৭ হাজার ১০০ ডলার মূল্যের একটি স্মারক ফটো অ্যালবাম। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন ৩ হাজার ৪৯৫ ডলারের মঙ্গোলিয়ান যোদ্ধাদের একটি মূর্তি।

এছাড়া ব্রুনাইয়ের সুলতানের কাছ থেকে ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার বাটি এবং ইসরায়েলের প্রেসিডেন্টের কাছ থেকে ৩ হাজার ১৬০ ডলারের স্টার্লিং সিলভার ট্রে পেয়েছেন বাইডেন।

আইন অনুযায়ী, মার্কিন নির্বাহী শাখার কর্মকর্তাদের বিদেশি নেতা ও সহযোগীদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা ঘোষণা করতে হয়।