Print Date & Time : 20 April 2025 Sunday 6:14 pm

১ কোটি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করছে চীন

ডেস্ক রিপোর্ট: আগামী বছরগুলোতে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে চীন। বুধবার (৫ মার্চ) এমনই একটি সরকারি নথি এসেছে বার্তা সংস্থা এএফপির হাতে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী বছরে শহরে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। কেননা, তরুণদের চাকরি খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে।

এছাড়া ওই সরকারি নথিতে আরও দেখা গেছে, ২০২৫ সালে চীন ‘প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জোর দিচ্ছে। এই্ লক্ষ্যমাত্রা এমন সময়ে নেওয়া হলো যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি নতুন মার্কিন শুল্ক, একটি স্থায়ী সম্পত্তি খাতের ঋণ সংকট এবং একগুঁয়েভাবে কম ভোক্তা চাহিদাসহ অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে।

এর সাঙ্গে চীনের শহরগুলোতে ১ কোটি ২০ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০২৫ সালে দুই শতাংশ মুদ্রাস্ফীতি অর্জনের প্রতিশ্রুতিও ছিল।

বিশেষজ্ঞরা বলছেন দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি তার বিবেচনায় এই সংখ্যাটি উচ্চাভিলাষী।