Print Date & Time : 27 July 2025 Sunday 12:11 pm

১৮০ ইহুদিকে আল-আকসায় প্রার্থনার অনুমতি

ডেস্ক রিপোর্ট: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি আল-আকসায় প্রার্থনা করতে পারতেন না। তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হলো।

১৯৬৭ সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরাইল। চুক্তি অনুযায়ী, সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন। আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে থাকেন ইহুদিরা।

জেরুজালের প্রধান রাব্বিনাত ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে ‘আধ্যাতিকভাবে পূতপবিত্র’ ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না। তবে বর্তমানে তা প্রায় অসম্ভব।

অনেক অর্থডক্স ইহুদি এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, এটা বৈষম্যমূলক আচরণ। সবারই প্রার্থনার অধিকার রয়েছে।
এর আগে কয়েকজন মন্ত্রীও, বিশেষ করে দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভীর ইহুদিদের সরাসরি আল-আকসায় প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে।