Print Date & Time : 26 July 2025 Saturday 6:19 pm

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: ১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্কের অনুমোদনের পরই সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন বিষয়টি নিশ্চিত করেছেন।

নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শনিবার পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলিস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন।