Print Date & Time : 11 May 2025 Sunday 9:36 pm

১১ হাজার বাসিন্দাকে অন্ধকারে ডুবাল সাপ

ডেস্ক রিপোর্ট: উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার যাওয়ার স্থান দিয়ে একটি সাপ ঢুকে পড়েছিল। সাপটি হেলেদুলে এগিয়ে যাওয়ার সময় সেটির শরীর ট্রান্সফরমারে লাগতেই বিকট শব্দ হলো। তাতেই ১১ হাজার ৭০০ গ্রাহক সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

১০ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদ্যুতিক গোলযোগের এমন ঘটনা ঘটে।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটিসহ কিছু এলাকা প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল। ডমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান, একটি সাপের কারণে ওই গোলযোগ হয়েছে। সাপটি ট্রান্সফরমারের সংস্পর্শে আসতেই এমন ঘটনা ঘটে। দ্রুত বিদ্যুৎসংযোগের ব্যবস্থা করেন কর্মীরা। খবর এনডিটিভি