Print Date & Time : 8 May 2025 Thursday 11:42 am

হিজাব ঢেকে দিলো আইফেল টাওয়ারকে!

ডেস্ক রিপোর্ট: হঠাৎ করেই ফ্রান্সের আইকনিক ‘আইফেল টাওয়ার’ ঢেকে গেলো হিজাবে! ‘মেরাচি’ নামের ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন দিয়েছে যেটি নিয়ে ফ্রান্সে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সানডে টাইমস এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় ওই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে অনেকেই জাতীয় টেলিভিশন ও রেডিওতে এই বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করেছেন।

ফরাসি সংবাদ চ্যানেল বিএফএম-এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন, ‘ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ। আর তারা যে বলছে বিনয়ী এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নাই, এটি মোটেও সত্য নয়।’

এদিকে লে পয়েন্ত ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মতে, এমন বিজ্ঞাপন বিভেদ সৃষ্টি করতে পারে ফ্রান্সে। তিনি জানান, ‘মেরাচি বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয়ী, আর যারা এটি পরে না, তারা বিনয়ী নয়। এটি সত্যিই আক্রমণাত্মক এবং বিভ্রান্তিকর।’