Print Date & Time : 8 May 2025 Thursday 6:50 am

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিন নিহত!

ডেস্ক রিপোর্ট: বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন। শনিবার সৌদি বার্তাসংস্থা আল হাদাথ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জেরুসালেম পোস্টে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। এতে হাশেম সাফিউদ্দিন আহত হয়েছেন বলে ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়। তবে নিহত হওয়ার বিষয়টি সৌদি বার্তা সংস্থা নিশ্চিত করেছেন। কিন্তু জেরুসালেম পোস্টের পক্ষে তাদের প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি।

সূত্রটি আরো জানিয়েছে, শুক্রবার দিবাগত মাঝামাঝি রাতে ওই হামলা চালানো হয়। শনিবার সকালে তিন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন যে সাফিউদ্দিনসহ হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

খবর : জেরুসালেম পোস্ট