Print Date & Time : 9 August 2025 Saturday 11:01 am

হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা

ডেস্ক রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তিনি বেঁচে আছেন ও সুস্থ আছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হিজবুল্লাহর আল মানার টিভির খবরে বলা হয়েছে, হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একের পর এক বিমান হামলায় হতাহত হয়েছে।

বেসামরিক নাগরিকদের এলাকার অনেক ভেতরে রয়েছে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টার। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।