Print Date & Time : 15 May 2025 Thursday 7:58 pm

হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরাইল। খবর আল জাজিরার।

রোববার (১৭ নভেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে এক ইসরাইলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার।

আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।

জাব্বারি বলেন, রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের ‘প্রশাসনিক কেন্দ্রের’ কাছে করা হয়েছিল। সাধারণ ইসরাইল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়।

বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরাইল।