Print Date & Time : 21 April 2025 Monday 9:11 pm

হিজবুল্লাহর আরও এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট: হিজবুল্লাহর আরও এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার (৭ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি জানিয়েছে দেশটি।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতে সোমবার সন্ধ্যায় ‘সুনির্দিষ্ট’ বিমান হামলার মাধ্যমে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সুহেল হুসেইন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সুহেল হুসেইন হিজবুল্লাহ গোষ্ঠীর লজিস্টিক নেওয়ার্কের প্রধান ছিলেন। ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বণ্টনের দায়িত্বে ছিলেন সুহেল হুসেইন।

তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। খবর: আল জাজিরা