ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ (টানেল) এখনো অক্ষত রয়েছে। মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি; কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল।
আইডিএফ নিউজ টুয়েলভকে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের।
প্রসঙ্গত, ইসরাইলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা গুড়িয়ে দিতে তৎপর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় দেড় বছর পর এবার জানা গেল, হামাসের মাত্র চার ভাগের এক ভাগ সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারেরও বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।