ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি স্বাধীনতকামী গোষ্ঠী হামাস সামরিক বা সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পশ্চিম জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল-জাজিরা
তিনি আরও বলেন, হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। তাদেরকে অবশ্যই নির্মুল ও নিশ্চিহ্ন করতে হবে।
ইরানের ব্যাপারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করার প্রধান কারিগর ইরান। হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করছে দেশটি, এ দাবি করেন তিনি। সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে বিশৃংখলার জন্যও ইরানকে দায়ী করেন রুবিও।
এদিকে বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউজে ট্রাম্পই ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু।
সাংবাদিকদের তিনি জানান, গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’ নিয়ে রুবিওর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরাইল দৃঢ়প্রতিজ্ঞ।

Discussion about this post