Print Date & Time : 13 September 2025 Saturday 10:50 pm

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। হ্যাকম্যানের সঙ্গে তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। খবর এবিসি নিউজের।

স্থানীয় সময় বুধবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফের বাড়িতে হ্যাকম্যান ও আরাকাওয়ার মরদেহ পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। সান্তা ফের শেরিফ অ্যাডান মেনডোজা ভ্যারাইটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থলে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি।

দুই বারের অস্কারজয়ী অভিনেতা হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫। তার স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩, তিনি পরিচিত ক্ল্যাসিক্যাল পিয়ানো বাদক ছিলেন। অনেক গণমাধ্যমে হ্যাকম্যান, আরাকাওয়ার সঙ্গে তাদের কুকুরের মৃত্যুর খবরও এসেছে।

‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ ও ‘আনফরগিভেন’-এর জন্য দুইবার অস্কার পান হ্যাকম্যান।