ডেস্ক রিপোর্ট: ইসরাইলি হামলায় স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। বিনা খরচে তারা হজ পালন করতে পারবেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণ পাওয়া ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরাইলি হামলায় আহত হয়েছেন, তাদেরও এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে ধারনা করা হচ্ছে।
গতকাল সোমবার সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, বাদশা সালমানের আমন্ত্রণ পাওয়া ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার।
সৌদি সরকার জানিয়েছে, দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। কিন্তু দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় দুই মাসে নিহত হয়েছেন ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি।
অন্যদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরাইল। যার প্রেক্ষিতে গাজায় এখন আক্রমণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী।

Discussion about this post