Print Date & Time : 27 July 2025 Sunday 8:24 am

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু। আর আগামী ১০ জিলহজ অর্থাৎ ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

খালিজ টাইমস আরও জানিয়েছে, ওমান ও ইন্দোনেশিয়ায়ও আগামী ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ৭ জুন।