ডেস্ক রিপোর্ট: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে কেনিয়া-নিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটি শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর।
সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল DHC-5D Buffalo মডেলের এবং এর নিবন্ধন নম্বর ছিল 5Y-RBA। এটি ছিল ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালিত একটি কার্গো বিমান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। বিমানটি ধোবলি থেকে উড্ডয়ন করে মোগাদিসুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল’।
সোমালিয়ার সরকারি সংস্থাগুলো ও অংশীদাররা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে চারজন কেনিয়ান নাগরিক ছিলেন।
বার্তা সংস্থা মেহেরে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ধোবলিতে অবস্থানকালে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। তবে তা পরে মেরামত করা হয়।
এসসিএএ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Discussion about this post