ডেস্ক রিপোর্ট: ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর হরমুজগান প্রদেশের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ এক বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় দেশটিতে সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শহিদ রেজায়ী বন্দরে ওই দুঃখজনক বিস্ফোরণ এবং হতাহতের কারণে সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রোববার বিকালে বন্দার আব্বাসে পৌঁছান। সেখানে তিনি উদ্ধার তৎপরতা পরিদর্শন করেন এবং বিস্ফোরণের পর ঘটে যাওয়া সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি রোববার বিকালে হাসপাতালে আহতদেরও দেখতে যান।
অন্যদিকে শহিদ রেজায়ী বন্দরের এই ঘটনায় হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইরানী কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন রোববার দুপুরের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
শহিদ রেজায়ী বন্দর হলো ইরানের সবচেয়ে বড় ও সবচেয়ে আধুনিক বন্দর। রোববার ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানা সাদেক তার পরিদর্শনকালে নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণের ঘটনার পর শহিদ রেজায়ী বন্দরের অপ্রভাবিত অঞ্চলে কার্গো কার্যক্রম চলছে।
এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত এবং ১,২৪২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২৪০ জন হরমুজগান প্রদেশের হাসপাতালগুলোতে এবং ৭ জন পার্শ্ববর্তী ফার্স প্রদেশের শিরাজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর : মেহের নিউজ