Print Date & Time : 1 August 2025 Friday 12:02 am

সেনাবাহিনীতে ৬০ বছরের বেশি বয়সীদের নিয়োগ, আইনে সই করলেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট: সামরিক চাকরির বয়সসীমা বৃদ্ধি করে একটি আইনে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অধীনে ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া সম্ভব হবে।

ইউক্রেনের পার্লামেন্টে সম্প্রতি ৩০৬ সিনপ্রনেতার ভোটে আইনটি গৃহীত হয়। এরপর আইনটিতে সই করলেন জেলেনস্কি।

পার্লামেন্টের ডেপুটি ইরিনা গেরাশচেঙ্কো ব্যাখ্যা করেন, এই আইন ৬০ বছর বয়সীদের সামরিক পরিষেবার জন্য চুক্তিতে সই করার অনুমতি দেবে।

বর্তমানে ইউক্রেনে ২৫ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগদানের বিধান রয়েছে। দেশটিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধা রয়েছে এবং যারা বাধ্যতামূলক নিয়োগের অধীনে নয়, তাদের নিয়োগের চেষ্টা করা হচ্ছে।

নতুন করে খসড়া বয়স কমানোর সম্ভাব্য আলোচনার পটভূমিতে ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের নিয়োগও শুরু হয়। তাদের উচ্চ বেতন, শিক্ষাগত এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়।