Print Date & Time : 21 April 2025 Monday 7:47 am

সিরিয়ায় রুশ হামলায় বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নিহতের দাবি

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে হামলায় দেশটির সেনাবাহিনীর ডজনখানেক সেনা নিহত হয়েছে। এরপর শহরটিতে ওই গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা করেছে রাশিয়া। দেশটির দাবি, তাদের হামলায় তিন শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে।

তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল-জুলানিও রুশ বিমান হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার সংবাদপত্র আল-ওয়াতান জানিয়েছে, আল-জুলানি বিমান হামলায় লক্ষ্যবস্তু ভবনের ভিতরে ছিলেন বলে জানা গেছে, যদিও তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার আলেপ্পোর কিছু অংশ ও আশপাশের বেশি কয়েকটি শহর দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী।

বিদ্রোহীরা আলেপ্পোর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। তাদের নিয়ন্ত্রণে এখন ইদলিব প্রদেশের মারাত আল-নুমান শহরও রয়েছে। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় চারজন বেসামরিক নিহত এবং ছয়জন আহত হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি। ছবি: সংগৃহীত
সিরিয়ার গৃহযুদ্ধের স্থবির হয়ে থাকা পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠল। ২০২০ সাল থেকে রণক্ষেত্র অনেকটাই স্থিতিশীল ছিল।