ডেস্ক রিপোর্ট: নতুন সরকার গঠন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক ডিক্রি জারি করে মন্ত্রিসভার নতুন মন্ত্রী নিয়োগ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন মন্ত্রিসভার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।
আরেকটি ডিক্রিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে সিরিয়ার সহ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র, অর্থ ও বিদ্যুৎসহ অন্যান্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এটি একটি বিদায়ী প্রশাসনকে প্রতিস্থাপন করেছে, যা জুলাইয়ের মাঝামাঝি সংসদীয় নির্বাচনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিল।
আল-জালালি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে।