ডেস্ক রিপোর্ট: সিরিয়ার তিশরিন বাঁধের কাছে আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে অন্তত ৩০ জন নিহত ও আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।
সূত্র জানিয়েছে, তুরস্কের যুদ্ধবিমানগুলো তিশরিন বাঁধের কাছে দেশটির সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোর সমর্থনে সিরিয়ার আবাসিক এলাকায় সাতটি বিমান হামলা চালিয়েছে। এতে বেশকিছু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র আরও জানিয়েছে, ১৪ দিন আগে থেকে তুরস্কের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলো এই এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি এবং তাদের মৃত ও আহতের সংখ্যা ৩০০ জনে পৌঁছেছে। তুরস্ক এখন পর্যন্ত সিরিয়ায় ১৫ জন যোগাযোগ কর্মকর্তাকে হারিয়েছে।
তুরস্ক সিরিয়ায় এসডিএফ নামে পরিচিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে মোকাবিলা করার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রিন্ট করুন
Discussion about this post