Print Date & Time : 20 April 2025 Sunday 1:14 pm

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৪

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে রোববার রাতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এর আগে ৫ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ একটি হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাসিয়াফের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরাইলি আগ্রাসনে শহিদের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং ৪৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সেখানে ইসরাইলি হামলায় ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।