Print Date & Time : 7 May 2025 Wednesday 2:34 am

সামরিক বাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাই করছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: এবার সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে মার্কিন সেনবাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে, তারা সবাই চার তারকা জেনারেল পদমর্যাদার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন হেগসেথ। খবর রয়টার্সের।

হেগসেথ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ড বিভাগের ২০ শতাংশ চার তারকা কর্মকর্তা ও অন্যান্য বিভাগের ১০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘বাহিনীতে অধিকসংখ্যক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে— ব্যাপারটি এমন নয়; বরং সেনাবাহিনীকে আরও চৌকস ও দক্ষ করে তুলতে হলে প্রয়োজনের অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর ওপর থেকে চাপ কমবে। ‘

তিনি আরও লেখেন, আরও একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এটি কিন্তু কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং এটি সেনাবাহিনীর জয়েন্ট স্টিফস অভ স্টাফদের সঙ্গে এক লক্ষ্যে কাজ করার একটি সুচিন্তিত প্রক্রিয়া যা কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। ‘

মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনা কর্মকর্তার পদের নাম চার তারকা জেনারেল। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে চার তারকা জেনারেল রয়েছেন ৪৪ জন। হেগসেথের ঘোষণা অনুযায়ী, এদের মধ্যে ২০ শতাংশকে ছাঁটাই করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর জয়েন্ট স্টিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালককে চাকরিচ্যুত করা হয়েছে।