ডেস্ক রিপোর্ট: গতকাল মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শততম জন্মদিন পালিত হলো । এ উপলক্ষ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শুভেচ্ছা জানান। জিমি কার্টারের নাতি জেসন কার্টার বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন জিমি কার্টার।
জিমি কার্টার এখন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনস এলাকায় নিজ বাসভবনে বসবাস করছেন।
সাবেক প্রেসিডেন্ট ওবামাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘শুভ ১০০তম জন্মদিন, প্রেসিডেন্ট কার্টার!
জিমি কার্টারের ছেলে চিপ কার্টার বার্তা সংস্থা এপিকে বলেন, ‘দুই মাস আগে তাঁর কাছে আমি জানতে চেয়েছিলাম, আপনি কি শতবর্ষী হতে চান। তখন তাঁর জবাব ছিল, ‘‘আমি কমলা হ্যারিসকে ভোট দেওয়ার জন্য বাঁচতে চাই।’’
যুক্তরাষ্ট্রের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার ১৯৭৭–এর জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত এ পদে দায়িত্বপালন করেন। ১৯৮০ সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন কার্টার।