Print Date & Time : 22 April 2025 Tuesday 12:04 am

সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের অস্থিতিশীল অবস্থায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৫ আগস্ট) রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচি ঠেকাতে বিপরীতে সোমবার সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। এ সময় সেনাবাহিনীর নেওয়া ভূমিকাকে স্বাগত জানায় মার্কিন প্রশাসন।

মিলার বলেন, এটি যদি সত্য হয় যে, সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়নের আহ্বানকে প্রতিহত করেছে, তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে।

তিনি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনও পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি।

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে বাংলাদেশের জনগণের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা চাই, বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত বলে জানান মিলার। এছাড়া সহিংসতায় হওয়া মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: এএফপি