ডেস্ক রিপোর্ট: বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমী ইলন মাস্ক এবার শিশুদের জন্য একটি বিশেষ অ্যাপ আনার ঘোষণা দিয়েছেন। ‘বেবি গ্রক’ নামে এই অ্যাপটি তৈরি করছে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাপ্রতিষ্ঠান এক্সএআই (xAI)। ছোটদের মানসিক বিকাশ ও নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তৈরি হবে অ্যাপটি, যেখানে থাকবে শিশুবান্ধব কনটেন্ট।
রোববার (২০ জুলাই) নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে এই নতুন উদ্যোগের কথা জানান মাস্ক। তিনি লেখেন, ‘শিশুদের জন্য বিশেষ অ্যাপ আনছি, নাম হবে বেবি গ্রক।’
গত বছরই ইলন মাস্ক প্রকাশ্যে বলেছিলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের ডোপামিন লেভেলে বিরূপ প্রভাব পড়ে। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেছিলেন, শিশুদের যেন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করতে না দেওয়া হয়। এবার সেই চিন্তারই বাস্তব রূপ হিসেবে সামনে আসছে ‘বেবি গ্রক’ অ্যাপটি।
মাস্কের মালিকানাধীন এক্সএআই সংস্থা ইতোমধ্যে ‘গ্রক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম পরিচালনা করে, যা সামাজিক মাধ্যম এক্স-এ সংযুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই একই প্রযুক্তির ওপর ভিত্তি করেই শিশুদের জন্য আলাদা একটি সংস্করণ তৈরি করা হচ্ছে। নামের মধ্যে থাকা ‘বেবি’ অংশটি এসেছে আমেরিকান কমিকস চরিত্র ‘বেবি গ্রুট’ থেকে অনুপ্রাণিত হয়ে।
তবে ‘বেবি গ্রক’-এ কী ধরনের ফিচার থাকবে, কিংবা এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি মাস্ক। শুধু জানিয়েছেন, অ্যাপটি হবে একান্তভাবে শিশুদের কথা মাথায় রেখে ডিজাইন করা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
এই ঘোষণা সামনে আসার পর প্রযুক্তি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি শিশুদের সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে। তবে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, এই অ্যাপ আদৌ কতটা কার্যকর হবে বা শিশুদের সঠিকভাবে নিরাপদ রাখবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
খবর : লাইভ মিন্ট, এনডিটিভি

Discussion about this post