ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন ছড়িয়ে পড়ে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে দিল্লি থেকে ঢাকাগামী এআই২৩৭ ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর বন্ধ থাকায় বিলম্বিত হয়েছে। একই কারণে ঢাকাগামী ফ্লাইটের ফেরত যাত্রা, অর্থাৎ ঢাকা থেকে দিল্লিগামী এআই২৩৮ ফ্লাইটেরও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ঢাকা বিমানবন্দর সব ধরনের ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ থাকায় ১৮ অক্টোবর নির্ধারিত দিল্লি–ঢাকা ফ্লাইট এআই২৩৭ বিলম্বিত হয়েছে। ফলে, ঢাকা–দিল্লি ফেরত ফ্লাইট এআই২৩৮–এরও দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত।
সংস্থাটি আরও জানায়, দিল্লি ও ঢাকায় আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে এবং ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করছে। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে, যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকার এই বিমানবন্দরের কার্গো টার্মিনালে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল।
অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে, এ ঘটনার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Discussion about this post