Print Date & Time : 18 October 2025 Saturday 10:28 pm

শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার

ডেস্ক রিপোর্ট: অর্থবছর ২০২৬ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ (শাটডাউন) হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে কোনো সমঝোতা না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১৯ সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা ২১ নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটি অনুমোদন পায়নি।

২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হবে বুধবার মধ্যরাতে। কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেসনেতাদের বৈঠকও কোনো সমাধান আনতে পারেনি।

ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানো ও মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে। তারা অভিযোগ করছে, রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকানরা এ দাবিতে ছাড় দিতে রাজি নয়।

বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসছে না। দেশ এখন শাটডাউনের দিকে যাচ্ছে। অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, শাটডাউন হবে কি না, তা রিপাবলিকানদের ওপর নির্ভর করছে।

যদিও রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবে সিনেটে বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট তাদের নেই।
সমঝোতা ব্যর্থ হলে ২০১৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনের মুখে পড়বে।