Print Date & Time : 20 April 2025 Sunday 10:56 pm

শর্ত সাপেক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরতে আগ্রহী ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করার এক সপ্তাহ পর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সংস্থাটিতে যোগদানের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা এটি নিয়ে আবার ভাবতে পারি। আমি জানি না ঠিক কী হবে, তবে ওদের বিষয়টি পরিষ্কার করতে হবে।”

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-কে বছরে ৫০০ মিলিয়ন ডলার অনুদান দেয়, অথচ চীন দেয় মাত্র ৩৯ মিলিয়ন ডলার, যা জনসংখ্যার তুলনায় অনেক কম। তিনি আরও বলেন, “ওরা (WHO) আমাকে বলেছে, ৩৯ মিলিয়ন দিলেই হবে। অর্থাৎ, ৫০০ মিলিয়নের পরিবর্তে ৩৯ মিলিয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। তবে বিষয়টি নিয়ে ভাবা যেতেই পারে, তবে পুরো ব্যাপারটি পরিষ্কার করতে হবে।”

প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে অন্যতম ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সংস্থাটির বাজেট ও কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ১৯৪৮ সাল থেকেডব্লিউএইচও-এর অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারী। বাইডেন প্রশাসনের সময় সংস্থাটির মোট বাজেটের এক-পঞ্চমাংশ মার্কিন অনুদান থেকে এসেছে। ফলে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্তে ডব্লিউএইচও-র অর্থায়নে বড় সংকট দেখা দিতে পারে।

অন্যদিকে, WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ফলে মার্কিন নাগরিকরা যক্ষ্মা, এইচআইভি/এইডসসহ অন্যান্য সংক্রামক রোগের জরুরি তথ্য ও সেবা থেকে বঞ্চিত হতে পারেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে।

খবর : ইন্ডিয়া টুডে