Print Date & Time : 21 April 2025 Monday 10:37 am

শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক রিপোর্ট: ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রিয়াঙ্কা শপথ নেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভি বলছে, গান্ধী পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আজ প্রিয়াঙ্কা সংবিধান হাতে শপথ নিয়েছেন।

কেরালার ওয়েনাডের পাশাপাশি উত্তর প্রদেশের রায়বেরেলি আসনেও জেতার পর এই আসন ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী। রাহুলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে জিতেন প্রিয়াঙ্কা।

এর মাধ্যমে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর পর তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য হলেন প্রিয়াঙ্কা। তার মা সাবেক কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী উচ্চকক্ষ বিধানসভার সদস্য।

এর আগে গত শনিবার ওয়েনাড আসনের ভোট গণনা শেষ হয়। তিনি ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সাথিয়ান মোকেরির চেয়ে চার লাখেরও বেশি ভোট পান প্রিয়াঙ্কা। তৃতীয় অবস্থানে ছিলেন বিজেপির প্রার্থী।

এমন জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বড় পোস্ট করে ভোটারদের ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা। দলের সহকর্মী ও পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি। প্রিয়াঙ্কা আলাদা করে মা সোনিয়া, ভাই রাহুল, স্বামী রবার্ট ভদ্র ও দুই সন্তানের কথা উল্লেখ করেন।

এনডিটিভি জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচারণা রাহুল ও সোনিয়ার সরব উপস্থিতি ছিল। এই বিজয় ও শপথ গ্রহণের মাধ্যমে ভারতের আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা।