ডেস্ক রিপোর্ট: লেবাননের বেক্কা উপত্যকায় গভীররাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৯ অক্টোবর) কর্তৃপক্ষ জানিয়েছেন, আকস্মিক এই হামলায় ডজনখানেক শহরজুড়ে প্রাণ হারিয়েছেন ৬০ জনের বেশি মানুষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ডিস্ট্রিক্ট গভর্নর বাচির খোদোর বলেছেন, হামলায় ৬৭ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
রয়টার্সকে খোদোর বলেছেন, ‘যাদের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গেছে, তাদের সংখ্যা আপনাদের জানিয়েছি। সংখ্যাটি আরও বাড়তে পারে। গত একবছরের মধ্যে নৃশংসতম দিন ছিল এটি।’
গত এক মাসে লেবাননে বিমান হামলার ব্যাপকতা বৃদ্ধি করেছে ইসরায়েল। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই কেবল অভিযান পরিচালনা করছে বলে দাবি করে আসছে তারা। বেক্কা উপত্যকার বেশ বড় অংশজুড়ে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
অন্যদিকে, লেবানিজ কর্তৃপক্ষ, অধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে স্থানীয়দের সরে যাওয়ার কোনও নির্দেশনা দেওয়া হয়নি।
র্যাম শহরের মেয়র নাজিহ নোউন বলেছেন, হামলায় তার এলাকায় নয়জন মারা গেছেন। নিহতদের মধ্যে চার সন্তানসহ এক মা রয়েছেন।
হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।
উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছর ধরে ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ সরাসরি সংঘাতে জড়িয়ে আছে। লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত দুই হাজার সাতশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

Discussion about this post