ডেস্ক রিপোর্ট: দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি নিহত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইতা আল-জাবালে ইসরাইলি ড্রোন হামলায় ৭ বছর বয়সি এক শিশুসহ দুজন নিহত হন।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে।
ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের পাঁচ যোদ্ধাও রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম কারার বলে চিহ্নিত করা হয়েছে। যাকে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইল দক্ষিণ লেবাননেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রায় ৬০০ জনের প্রাণহানি ঘটেছে।
অন্যদিকে পালটা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইল ও তাদের দখলকৃত ভূমিতে প্রতিদিন গড়ে ১৫টি করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে ইসরাইলি সেনাবাহিনীর বেশ ক্ষয়ক্ষতিও হচ্ছে। খবর আল-জাজিরা

Discussion about this post